স্টাফ রিপোর্টার : ভৈরবে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল আটটার দিকে এই ঘটনাটি ঘটে।
র্যাব তাকে আটক করে। আটক ছিনতাইকারীর নাম হৃদয় চৌধুরী (৩০) এবং তার বাড়ি ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামে। সংবাদ মাধ্যমে পাঠানো র্যাবের প্রেসবিজ্ঞপ্তিতে জানা যায়, গোপনসূত্রে খবর পেয়ে র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের অভিযানিক দল ছিনতাইকালে হাতেনাতে হৃদয় চৌধুরীকে আটক এবং তার নিকট থেকে একটি ধারোলো ছোরা উদ্ধার করে।
পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে ভৈরব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।