মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:১৫ পূর্বাহ্ন

ভৈরবে ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১০ Time View

স্টাফ রিপোর্টার : ভৈরবে ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। ধৃত আসামি হচ্ছে হুমায়ূন আহমেদ (৪১), তার বাড়ি ভৈরব উপজেলার শিমূলকান্দি গ্রামে। মামলার উদ্ধৃতি দিয়ে র‌্যাব জানায়, গত ৩ অক্টোবর দুপুরে হুমায়ূন আহমদ পূর্ব পরিচয়ের সূত্র ধরে এক নারীকে ভৈরব পৌরসভার সামনে দেখা করতে বলে।

উক্ত নারী তার সঙ্গে দেখা করার পর হুমায়ূন তাকে উক্ত এলাকার সোলায়মান মিয়ার বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় নিয়ে যায় এবং তাকে একটি রুমে আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। অপর আসামি মৌসুমী বেগম গোপনে উক্ত ঘটনার ভিডিও ধারণ করে।

গত ৫ অক্টোবর হুমায়ূন উক্ত নারীকে পুনরায় দেখা করতে বললে সে অস্বীকৃতি জানায়। পরে ধারণকৃত ভিডিও উক্ত নারীর কাছে পাঠায় এবং তার সঙ্গে দৈহিক সম্পর্ক না রাখলে তার আত্মীয়স্বজনদের নিকটও এই ভিডিও ক্লিপ পাঠাবে বলে হুমকি দেয়। পরে গত ১১ ডিসেম্বর এ ব্যাপারে উক্ত নারীর মা বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৯(১)/৩০ তৎসহ ৮(১)/৮(২)/৮(৩) পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ ২০১২ ধারায় ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনাটি অবগত হওয়ার পর র‌্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্প ছায়াতদন্ত শুরু এবং জড়িতদের আইনের আওতায় আনার জন্য কার্যক্রম গ্রহণ করে। গোপনসূত্রে খবর পেয়ে গত বুধবার সন্ধ্যায় র‌্যাব ভৈরব ক্যাম্পের একটি অভিযানিক দল শিমূলকান্দি এলাকা থেকে হুমায়ূন আহমদকে গ্রেফতার করে। পরে আসামিকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে বলে ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী জানান।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty