স্টাফ রিপোর্টার : ভৈরবে বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার সকালে গোপনসূত্রে খবর পেয়ে র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি অভিযানিক দল ভৈরব উপজেলার শিমূলকান্দি ইউনিয়নের ইমামেরচর গ্রামের মাদকব্যবসায়ী নূরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়।
এসময় তল্লাশি চালিয়ে উক্ত বাড়ি থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত গাঁজাসহ নূরুল ইসলামকে গ্রেফতার করে র্যাব অফিসে নিয়ে আসা হয়।
এ ব্যাপারে র্যাব ভৈরব ক্যাম্পের অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী সংবাদ মাধ্যমে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, ধৃত আসামিকে পুলিশে সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।