কুলিয়ারচর প্রতিনিধি, ফারজানা আক্তার : কিশোরগঞ্জের কুলিয়ারচরে রুরাল কেজি এডুকেশন ডেভেলাপমেন্ট সোসাইটির আয়োজনে উপজেলার ১২টি বিদ্যালয়ের ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৬৯০ জন শিক্ষার্থীদের মধ্যে বেসরকারি ভাবে বৃত্তিমূলক পরিক্ষা শুরু হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১০টয়া কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় পরিক্ষা কেন্দ্রে ১ম বারের মত এই বৃত্তি পরিক্ষা শুরু হলো। প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের ৩টি বিষয়ে এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ৪টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালনা কমিটি।
বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি ও চিল্ড্রেন ভীলা কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক নয়ন মনি শাহা জানান, চমৎকার পরিবেশে বিপুল উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে সুশৃঙ্খল ভাবে চলছে এ পরীক্ষা কার্যক্রম।
এই বৃত্তিমূলক পরীক্ষার ব্যবস্তা করাতে শিক্ষার্থীদের মাঝে লেখাপড়ার প্রতি আগ্রহ ও মনযোগ বৃদ্ধি পেয়েছে। সেই সাথে বাচ্চাাদের লেখাপড়ার প্রতি অধিক গুরুত্ব দিচ্ছে অভিবাবকরা।