ইটনা প্রতিনিধি, এম তাজুল ইসলাম : কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় শহিদ বুদ্ধিজীবি দিবস উদযাপন করা হয়। গতকাল শনিবার সকাল ১১টায় ইটনা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে উপজেলার বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেত্রীবৃন্দ, এলাকার গন্যমান্যব্যক্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন- ইটনা উপজেলার বিশিষ্ট লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা রওশন আলী রশো, ইটনা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর, ইটনা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, ইটনা উপজেলা জামায়াতে নায়েবে আমীর মাওলানা শফিউল আলম, বিশিষ্ট সাংবাদিক মাওলানা তাজুল ইসলাম প্রমূখ।
বক্তাগণ শহীদ বুদ্ধিজীবি দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। উপস্থিত ছিলেন ইটনা উপজেলা সেনা ক্যাম্প ওয়ারেন্ট অফিসার আলাউদ্দিন, ইটনা থানা অফিসার ইনচার্জ মনোয়ার হোসেন, ইটনা সরকারি কলেজ এর অধ্যক্ষ ইসলাম উদ্দিন, ইটনা উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো: আব্দুস ছাত্তার, ইটনা উপজেলা পরিষদ বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক মো: পরশ মনি।