তাড়াইল প্রতিনিধি, রুহুল আমিন : কিশোরগঞ্জের তাড়াইলে শহিদ বুদ্ধিজী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় তাড়াইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুজ্জামান খানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, উপজেলা এলজিইডি কর্মকর্তা জাহেদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিকাশ রায়, তাড়াইল থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া,
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা তাইজুল ইসলাম ও উপজেলা জামে মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা ফরিদ উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ।
এছাড়াও তাড়াইল উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, কলেজের শিক্ষক-শিক্ষিকা, সরকারি-বেসরকারি ব্যংকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।