কুলিয়ারচর প্রতিনিধি, মোঃ নাঈমুজ্জামান নাঈম : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন ও দেশাত্মবোধক গান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ জোহরা। এসময় উপস্থিত ছিলে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাকীন মাশরুর খান ও তাঁর সহধর্মিণী নুঝাত তাসনিম দৃষ্টি, উপজেলা শিক্ষা অফিসার আবদুল আলিম রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা তথ্য (আপা) কর্মকর্তা শিউলি আক্তার, কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ ফজলুল হক, উপজেলা সহকারি শিক্ষা অফিসার উক্ত চিত্রাঙ্কন ও দেশাত্মবোধক গানে অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।