এই দিনের ছড়া
বিজয়ের পতাকা
সুবীর বসাক
বিজয়ের পতাকাটা
ওড়ে পতপত
ছুটে চলে অবিরাম
বিজয়ের রথ।
সবুজের মাঝে আছে
সূর্য যে লাল
পতাকাটা ওড়বেই
জানি চিরকাল।
মাঝে মাঝে শকুনিরা
খাবলে যে ধরে
পতাকার মান রাখি
প্রাণপণ লড়ে।
পতাকায় শহিদের
রক্ত যে মাখা
বাঙালির হৃদয়েতে
আছে ছবি আঁকা।