হোসেনপুর প্রতিনিধি, মোহাম্মদ জাকির হোসেন : হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। গত সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে ‘কুড়িঘাট স্মৃতিসৌধে দিবস’র শুভ সূচনা করা হয়। সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলনের করা হয়। পরে সকাল সাড়ে ৮টায় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন হোসেনপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা, মুক্তিযুদ্ধা কমান্ড কাউন্সিল, হোসেনপুর থানা প্রশাসনের পক্ষে অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের পক্ষে শামসুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে ডা. তানভীর হাসান জিকু, পৌরসভা কার্যালয়ের পক্ষে সহকারী কমিশনার ও প্রশাসক ফরিদ আল সোহান, উপজেলা প্রেসক্লাবের পক্ষে সভাপতি একেএম মোহাম্মদ আলী,
জনদুর্ভোগ নিরসন নাগরিক কমিটির পক্ষে সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম ফকির, হোসেনপুর ডিগ্রী সরকারি কলেজ, হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ, বিএমকলেজ, হোসেনপুর, পাইলট বালিকা বিদ্যালয়, উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, স্বেচ্চাসেবক দলের আহ্বায়ক শওকত হোসেন ও আল আমিন ভুইয়া, সদস্য সচিব গণঅধিকার পরিষদের পক্ষে হুমায়ুন কবির, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। পরে উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা, সকাল ১১টায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়।