কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে বীরমুক্তিযোদ্ধা ও শহিদ বীরমুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সকালে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো: মাঈদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মুহাম্মদ আজিজুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সেনাবাহিনীর ক্যাপ্টেন শিহাব, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো: তরিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইসরাঈল মিয়া, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তুলসী কান্তি রাউত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন প্রমুখ।
সংবর্ধনা শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মাঈদুল ইসলাম।