ইটনা প্রতিনিধি, এম তাজুল ইসলাম : কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। গত সোমবার (১৬ই ডিসেম্বর) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা করা হয়। সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়িত্ত¡শাসিত এবং বেসরকারি ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
স্বাধীনতা স্মারক স্মৃতিশোধে প্রথমেই ইটনা উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সিদ্দিক (ভারপ্রাপ্ত) পুষ্পস্তবক অর্পন করেন। পরে মুক্তিযোদ্ধাগণ, ইটনা থানা, ইটনা ফায়ার সার্ভিস, ইটনা সরকারি কলেজ, ইটনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের পর দিন ব্যাপি আড়ম্বরপূর্ণ বিজয় মেলা, চারু কারু ও স্থানীয় উৎপাদিত শিল্প পণ্যের সমন্নয়ে বিজয় মেলা, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন- ইটনা উপজেলা সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর, ইটনা থানা অফিসার ইনচার্জ মনোয়ার হোসেন, বিশিষ্ট লেখক ও কলামিষ্ট বীর মুক্তিযোদ্ধা রওশন আলী রশো, মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল আল মামুন প্রমুখ। বক্তাগণ মহান বিজয় দিবসের বিভিন্ন দিক তুলে আলোচনা ও একাত্তরের স্মৃতিচারণ মূলক বক্তব্য তুলে ধরেন। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে টি-টুয়েন্টি ক্রিকেট ম্যাচ, ফুটবল, কাবাডি, হাডু-ডু খেলার আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত, হাসপাতাল ও এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। স্থানীয় গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।