পাকুন্দিয়া প্রতিনিধি, ক.ম. মুহিব্বুল্লাহ বচ্চন : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানী পাকুন্দিয়া শাখার উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচীর আওতায় ডিজিটাল লেনদেনের ব্যবহার ও উপকারিতা বিষয়ক এক গ্রাহক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে অগ্রণী এসএমই পাকুন্দিয়া উপজেলা শাখা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানীর পাকুন্দিয়া শাখা ব্যবস্থাপক মো.শাহিনুর রহমান।
অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানীর পাকুন্দিয়া শাখার ২য় কর্মকর্তা মো.রফিকুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন অগ্রণী ব্যংকের পাকুন্দিয়া শাখার ব্যবস্থাপক মো.শামীম আশরাফ, চর আদর্শ কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান।
এসময় ব্যাংকের উদ্দোক্তা গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন- শফিকুল ইসলাম ফিরুজ, মো. নাছির উদ্দিন, মো. মাহমুদুল হাবিব আপেল, মো. সিদ্দকুর রহমান, ক.ম.মুহিব্বুল্লাহ বচ্চন, মো. ইমরান হোসেন এবং নারী উদ্যোক্তা লাকী আক্তার প্রমুখ।
সভায় শাখা ব্যবস্থাপক মো. শাহিনুর রহমান বলেন, অগ্রণী এসএমএই পাকুন্দিয়া শাখা সারা দেশে গ্রাহক সেবার দিক দিয়ে প্রথম স্থানে রয়েছে। বিশ্বায়নের এই যান্ত্রিক যুগে এখন ঘরে বসেই অ্যাপসের মাধ্যমে ব্যাংকিং লেনদেন করতে পারবেন সহজেই। আর এতে গ্রাহকদের সময় বেচে যাবে অনেকটাই। এছাড়া ডেভিট কার্ডের মাধ্যমেও লেনদেন করতে পারবেন। ডিজিটাল লেনদেনে সুবিধার পাশাপাশি সবাইকে সতর্ক থাকতে হবে। নিজের গোপন নাম্বার কারও সাথে শেয়ার করা যাবে না, ব্যংক কর্তপক্ষ কখনো গ্রাহকের গোপন নাম্বার চাইবে না।
এ সময় আরও অগ্রণী এসএমইর ব্যাংকের অর্ধশত উদ্যোক্তা গ্রাহক উপস্থিত ছিলেন।