গত রবিবার স্থানীয় নেহাল গ্রিন পার্কে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক), কিশোরগঞ্জ এর আয়োজনে ‘স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি ম.ম. জুয়েল এর সভাপতিত্বে সভায় দুর্নীতিবিরোধী স্বেচ্ছাব্রতী সংগঠন সনাক ও ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) এবং তৃণমূল পর্যায়ে কমিউনিটি ভিত্তিক একটিভ সিটিজেন্স গ্রæপ (এসিজি) এর প্রায় ১৪৫ জন সদস্য অংশগ্রহণ করেন।
সভার মূল আলোচ্য বিষয় তুলে ধরেন টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের ক্লাস্টার কোঅর্ডিনেটর মো: মাহান উল হক। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সহসভাপতি আতিয়া রহমান। উপস্থিত সনাক সদস্যবৃন্দ, ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) সদস্যবৃন্দ এবং একটিভ সিটিজেন্স গ্রæপ (এসিজি) সহ মোট ৩০ জন দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময়, সফলতা এবং করণীয় সর্ম্পকে মতামত প্রদান করেন।
আলোচনা শেষে সনাক সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবদুল গনি উপস্থিত নাগরিকবৃন্দদের দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান। সভায় বক্তারা স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন। তৃণমূল পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সনাক, ইয়েস এবং এসিজি’র সফলতা বিশেষত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা, ভূমি এবং স্বাস্থ্য খাতে প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিতা নিশ্চিতে গুনগত পরিবর্তন এসেছে মর্মে বক্তারা উল্লেখ করেন। বিদ্যালয়, স্বাস্থ্য ও ভূমি খাতে কমিউনিটি একশন মিটিং এর মাধ্যমে স্থানীয় নাগরিক ও অভিভাবকবৃন্দের মতামত জানানোর প্লাটফরম তৈরী হয়েছে এবং জবাবদিহতিার পরিবেশ সৃষ্ঠি হয়েছে।
তাছাড়া প্রতিষ্ঠান প্রধানগণ সনাক ও এসিজি’র সুপারিশগুলো আমলে নিয়ে সমস্যা সমাধানের চেষ্ঠা করছে। এর পাশাপাশি স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠানগুলোতে সুশাসনের পরিবেশ তৈরী ও দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের চ্যালেঞ্জ উঠে এসেছে তা হল কিছু ক্ষেত্রে কর্তৃপক্ষের অসহযোগিতা, অপর্যাপ্ত সংখ্যক স্টাফ ও দক্ষতার অভাব এবং জনসাধারণের মধ্যে স্বেচ্ছাসেবা কাজের আগ্রহ কম থাকা।
তাছাড়া দিনের প্রথম ভাগে সনাক, ইয়েস ও এসিজি’র অংশগ্রহণে জাতীয় শুদ্ধাচার কৌশল ও টেকসই উন্নয়ন অভীষ্ট বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সহ-সভাপতি স্বপন কুমার বর্মন এবং ওরিয়েন্টেশন পরিচালনা করেন টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের ক্লাস্টার কোঅর্ডিনেটর মো. মাহান উল হক।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা ওরিয়েন্টেশন প্রদানের জন্য টিআইবিকে ধন্যবাদ জানান ও স্থানীয় পর্যায়ে দুনীতিবিরোধী আন্দোলন বাস্তবায়নে সনাক-ইয়েস-এসিজি একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রেসবিজ্ঞপ্তি।