প্রতিনিধি কটিয়াদী ঃ গত (১ মে) বুধবার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহা সড়কে উপজেলাধীন মধ্যপাড়া বাস ষ্ট্যান্ডের উত্তর পাশে রফিকুল ইসলাম মানিক (৬৩) নামে সৌদি আরব থেকে প্রবাস ফেরত স্বাস্থ্য সহকারী সড়ক দুর্ঘনটায় প্রাণ হারিয়েছেন। নিহত রফিকুল ইসলাম মানিক উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া গ্রামের মৃত আব্দুল আওয়াল মাষ্টারের ছেলে। তিনি সৌদি আরবে স্বাস্থ্য সহকারি হিসেবে কাজ করতেন। নিহতের ভাইপো প্রকৌশলী মনিরুজ্জামান মৃধা জানান, দুুপুরে আমার বাবা, মানিক চাচা ও আমার দুই বোন সিএনজি যোগে কিশোরগঞ্জ যাওয়ার পথে মধ্যপাড়া বাস ষ্ট্যান্ডের উত্তর দিকে যাওয়ার পরই বিপরিত দিক থেকে আসা একটি টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ঘটনারস্থলেই আমার চাচা প্রাণ হারান। এ সময় আমার বাবা ও দুই বোন আহত হন।