প্রতিনিধি তাড়াইল, রুহুল আমিন : আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে সারাদেশের মতো কিশোরগঞ্জের তাড়াইলেও র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী।
বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাস হোসেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা জাহিদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক, তাড়াইল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্যামল মিয়া, দৈনিক আলোকিত বাংলাদেশ এর তাড়াইল উপজেলা প্রতিনিধি রুহুল আমিন প্রমুখ।
আলোচনা সভার আগে উপজেলা প্রশাসনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।