প্রতিনিধি অষ্টগ্রাম, মো. নজরুল ইসলাম : কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে পল্লী উন্নয়ন বোর্ড পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার অনুষ্ঠিত উক্ত নির্বাচনে সভাপতি পদে জাকির হোসেন মুকুল ও সহ-সভাপতি পদে আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। ৩ (তিন) বছর মেয়াদী উক্ত নির্বাচনে ১৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
২০২২ সালের ২ অক্টোবর কমিটির মেয়াদ শেষ হয়। দীর্ঘদিন ধরে পল্লী উন্নয়ন বোর্ড আহ্বায়ক কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। গত ০২ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর গতকাল বুধবার নির্বাচন অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ জাহান ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রিপন মিয়াসহ বিভিন্ন দফতরের সরকারী কর্মকর্তা, পুলিশ প্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিতি ছিলেন।