কুলিয়ারচর প্রতিনিধি, মো. নাঈমুজ্জামান নাঈম : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ৪নং উসমানপুর ইউনিয়নে ১৩৪ জন দরিদ্র পরিবারের মাঝে মাসে ৩০ কেজি করে ভিজিডি চাউল বিতরণ করলেন প্যানেল চেয়ারম্যান মো. লিটন মিয়া। গতকাল বুধবার দুপুরে উসমানপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে এ বছরের শেষ ডিসেম্বর মাসের ভিজিডি চাউল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উসমানপুর ইউনিয়ন পরিষদের সচিব (অ.দা.) মো. এমদাদুল হক, উসমানপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড (সংরক্ষিত-২) এর মহিলা সদস্য নাজমা সুলতানা, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য বাদল চন্দ্র দাস, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আক্কাস, ১নং ওয়ার্ড ইউপি সদস্য মো. লিটন মিয়া ও উসমানপুর ইউনিয়ন পরিষদের সহকারী হিসাব রক্ষক মোখলেছুর রহমানসহ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত ভিজিডি চাউল প্রাপ্তি দরিদ্র পরিবারগণ।
জানা গেছে, মহিলাবিষয়ক অধিদপ্তর পরিচালিত দুস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচির আওতায় দরিদ্র পরিবারে তালিকা মোতাবেক ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) প্রতি পরিবারে দরিদ্র নারীরা উপকার ভোগী হিসাবে প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের শেষ মাস এটি।