ভ্রাম্যমাণ প্রতিনিধি, মো. মিজানুর রহমান : গাজীপুরের টঙ্গীতে ইজতেমা মাঠ নিয়ন্ত্রনকে কেন্দ্র করে গত মঙ্গলবার গভীর রাতে মাওলানা সাদপন্থী ও মাওলানা যুবায়ের পন্থীদের সংঘর্ষে নিহত আমিনুল হক বাচ্চুসহ সকল হত্যাকারীদের বিচারের দাবিতে কিশোরগঞ্জে সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার জোহর নামাজের পর কিশোরগঞ্জের ঐতিহাসিক শহিদী মসজিদ প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মার্কাজ মসজিদে গিয়ে শেষ হয়। নিহত আমিনুল হক বাচ্চু কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার এগারসিন্ধুর গ্রামের বাসিন্দা।
প্রতিবাদ সমাবেশে বক্তারা হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং অবিলম্বে সাদপন্থীদের নিষিদ্ধ করার জোর দাবি জানান।