স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবসে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। বক্তব্য চলাকালীন সময়ে জনৈক বীর মুক্তিযোদ্ধা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে তার বক্তব্য শেষ করায় পরবর্তীতে বিভিন্ন মহলে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এর প্রতিবাদে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা-কর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে। সার্বিক অবস্থার ব্যাখ্যা দিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে গত বুধবার রাতে একটি বিবৃতি সংবাদ মাধ্যমে প্রেরণ করা হয়।
বিবৃতিটি হলো এইরূপ: গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান জানানোই ছিলো এ আয়োজনের মুখ্য উদ্দেশ্য।
এই উদ্দেশ্যে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠানটি আযোজনের জন্য জেলা প্রশাসন, কিশোরগঞ্জ বিভিন্ন উপ-কমিটির মাধ্যমে প্রস্তুতিমূলক সভা করে। উপ-কমিটির এসব সভায় বীর মুক্তিযোদ্ধাদের পরামর্শ ও দিক-নির্দেশনার মাধ্যমেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ আলোকেই মঞ্চে আসনবিন্যাসসহ বক্তাদের তালিকা তৈরি করা হয়।
কিন্তু জেলা প্রশাসনকে হেয় প্রতিপন্ন ও বিতর্কিত করার হীন উদ্দেশ্য থেকে বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ভুঁইয়া কিছু শব্দচয়ণ করেন যা জেলা প্রশাসন, কিশোরগঞ্জ কোনভাবেই সমর্থন করে না। এটি তার একান্তই নিজস্ব বক্তব্য এবং জেলা প্রশাসন, কিশোরগঞ্জ এই বক্তব্যের সম্পূর্ণ বিরোধিতা করছে। তার বক্তব্যের বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত, জেলা প্রশাসন, কিশোরগঞ্জ জুলাই বিপ্লবে আত্মদানকারী বীর শহিদ, আহত ও অংশগ্রহণকারী জাতির অকুতোভয় সূর্য সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করে এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে দৃঢ় প্রতিজ্ঞ।
জেলা প্রশাসন, কিশোরগঞ্জ এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সমর্থন ও সহযোগিতা কামনা করছে।