স্টাফ রিপোর্টার, হোসনেপুর, উজ্জ্বল কুমার সরকার : কিশোরগঞ্জের হোসনেপুরে শ্রমকি লীগের সাবকে সভাপতি মিজানুর রহমান মরিজুলকে গ্রেফতার করেছে পুলশি। গতকাল বৃহস্পতবিার দুপুরে পৌরসভার ঢেকিয়া মোড় থেকে তাকে গ্রেফতার করে পুলশি।
জানা গেছে, কিশোরগঞ্জ শহরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় সদর থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
হোসনেপুর থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসনে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় কিশোরগঞ্জ সদর মডলে থানায় দায়রে করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে সদর মডলে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।