স্টাফ রিপোর্টার : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে ইদ্রিস আলী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের বিরুদ্ধে অশালীন বক্তব্য রাখার প্রতিবাদ জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো: রমজান আলী।
এক বিবৃতিতে তিনি বলেন, আগস্ট বিপ্লবের চেতনার বিরুদ্ধে বক্তব্য দেয়ার দুঃসাহস তারা কিভাবে দেখাতে পারে। জেলা আমীর একটি সরকারি অনুষ্ঠানে এই বক্তব্যের তীব্র নিন্দা জানান।
তিনি বলেন, আবু সাঈদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন জাতীয় বীর। তার বিরুদ্ধে কোন অপ্রচার এদেশের জনগণ সহ্য করবেনা। অধ্যাপক মোঃ রমজান আলী শহীদ আবু সাঈদের অপমানকারী ইদ্রিস আলী গংদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।