বিশেষ প্রতিনিধি : কটিয়াদী উপজেলার দুইশত বছরের পুরনো হাজীর বাজার এখন যা মানিকখালী বাজার হিসেবে খ্যাত। আগামী ২১ ডিসেম্বর মানিকখালী বাজার পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে মানিকখালী ও পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক উৎসাহ এবং আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। নির্বাচন নিরপেক্ষভাবে পরিচালনার জন্য মানিকখালী হযরত মিয়া চান্দশাহ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আজহারুল হক রানাকে প্রধান নির্বাচন কমিশনার এবং আবুল কাশেম, আ: রশিদ ও জাহাঙ্গীর হোসেন ভূঞাকে নির্বাচন কমিশনার করে চার সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন কাটিয়াদী উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা সামসুদৌলা হারুন। এগার সদস্য বিশিষ্ট কমিটির আটটি পদে সরাসরি নির্বাচন হবে। চারটি পদে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক মো. আবেদ আলী, প্রচার সম্পাদক মো. কামাল হোসেন। সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে দুইজন করে প্রার্থী এবং কোষাধ্যক্ষ পদে পাঁচজন আর কার্যকরী সদস্য তিনটি পদের জন্য পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নির্বাচনকে ঘিরে পুরো বাজার পোস্টার ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে। প্রচার প্রচারনায় জাতীয় নির্বাচনকে এই নির্বাচন হার মানিয়েছে।
সহ-সভাপতি প্রার্থী মো. ওবায়দুল হক সাদেক বলেন, নির্বাচন হবে নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে। নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য সাংবাদিক ও বিশিষ্টজনদের নিমন্ত্রণ করা হয়েছে।