অষ্টগ্রাম প্রতিনিধি, মো. নজরুল ইসলাম :
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে গণপিটুনিতে দুই মহিষ চোর নিহতের ঘটনায় সন্দেহভাজন দুইজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
এরা হলো-আরিফ মিয়া (৫০) ও মোক্তার মিয়া (৫৩)।
গত শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদেরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরিফ মিয়া ও মোক্তার মিয়া উপজেলার দেওঘর ইউনিয়নের শেখ বাছেদ মিয়া ও খোরশেদ আলীর ছেলে। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
গত শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার বাঙালপাড়া ইউনিয়নের মনোহরপুর এলাকা থেকে মহিষ চুরি করে নৌপথে পালিয়ে যাওয়ার সময় ডুড্ডা নদীতে জনতার হাতে একটি মহিষসহ শাহজাহান (৩৫) ও নাসির (৩০) নামে দুই মহিষ চোর আটকের পর গণপিটুনিতে তারা নিহত হন।
পরে এ ঘটনায় অজ্ঞাতনামা প্রায় দেড় হাজার মানুষকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।