প্রতিনিধি করিমগঞ্জ, দেলোয়ার হোসন : কিশোরগঞ্জের করিমগঞ্জের গুণধর ইউনিয়নে জামায়াতে ইসলামীর গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিজয়ের মাস উপলক্ষ্যে এই গণসমাবেশ আয়োজন করেছে দলটির গুণধর ইউনিয়ন শাখা। গতকাল শনিবার উপজেলার মরিচখালী বাজারের বালুর মাঠে বিকেলে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
গুণধর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আমিনুল ইসলাম, জামায়াতে নেতা মাহতাব উদ্দিন এবং গুণধর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি বদিউজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নাজমুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা শাখার কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল বারী রিয়াদী, কিশোরগঞ্জ জেলা জামায়াতের সহ-সেক্রেটারী মাওলানা আজাহারুল ইসলাম, জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুসলেহ উদ্দিন সুমন, জামায়াত নেতা আজিজুর রহমান, করিমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল কাশেম, সেক্রেটারি নাজিম উদ্দিন।
গণসমাবেশে বক্তব্য রাখেন জামায়াত নেতা মাওলানা আলী হোসেন, আলী নেওয়াজ, জামায়াত নেতা ইঞ্জিনিয়ার সাইদুর রহমান ভূঁইয়া, জামায়াত নেতা সোহেল রানা ভূঁইয়া, আবু সুফিয়ান, জাহাঙ্গীর আলম, ডা. বেলায়েত হোসেন, মিনহাজুল ইসলাম সাদ্দাম, আতাউর রহমান, গুণধর ইউনিয়ন জামায়াতে ইসলামী কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, করিমগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরব, শিবির নেতা নাজমুল ইসলাম প্রমুখ।
এছাড়াও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা এমদাদুল হকসহ উপস্থিত ছিলেন শতশত দলীয় কর্মী সমর্থকবৃন্দ।