প্রতিনিধি কটিয়াদী, ফজলুল হক জোয়ারদার আলমগীর : টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখল করাকে কেন্দ্র করে সা’দ অনুসারীদের হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।
গতকাল শনিবার সকাল ১০টায় কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় থেকে মিছিল শুরু হয়ে বাজার ঘুরে বাস্ট্যান্ডে এসে শেষ হয় এবং সেখানে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা ইমাম ওলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি বায়জিদ আহমেদ, মুফতি আব্দুর রশীদ ওয়াহেদী, মাওলানা শফিক, মাওলানা কামরুজ্জামান রুকন, মাওলানা আব্দুল কাদির বকুল, মাওলানা ইসমাঈল হোসেন, হাফেজ মাসউদুর রহমান প্রমুখ।
বক্তারা স্বঘোষিত বিশ্ব আমির ভারতের সা’দ কান্ধলভির বিপথগামী অনুসারীরা টঙ্গী ইজতেমা মাঠে মূল ধারার তাবলীগের সাথীদের উপর রাতের আঁধারে পৈশাচিক কায়দায় সশস্ত্র আক্রমণ চালিয়ে হতাহতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বক্তারা অবিলম্বে নিহত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, আহতদের চিকিৎসার ব্যবস্থা এবং খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার করার দাবি জানান।