প্রতিনিধি পাকুন্দিয়া, আবু হানিফ : পাকুন্দিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য মতিউর রহমান মেম্বারের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেলে পাকুন্দিয়া উপজেলার চরপলাশ উচ্চ বিদ্যালয়ের মাঠে সুখিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট জালাল উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক তৌফিকুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক হাজী মোকাররম হোসেন, বিএনপির নেতা মনিরুল ইসলাম শামীম, আল আমিন, রমজান আলী মাস্টারসহ স্থানীয় বিএনপির ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মোনাজাত পরিচালনা করেন চর পলাশ জামে মসজিদের খতিব মাওলানা মাহফুজুর রহমান।