প্রতিনিধি করিমগঞ্জ, দেলোয়ার হোসেন : কিশোরগঞ্জের করিমগঞ্জে স্মার্টকার্ড (ভোটার আইডি কার্ড) বিতরণকালে সাহারা আক্তার নামে এক নারীর স্বর্ণের চেইন চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
করিমগঞ্জ উপজেলার উরদিঘী উচ্চ বিদ্যালয়ে গুণধর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের ভোটারদের মাঝে জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড বিতরণ করা হয়। বিতরণের সময় নারীদের লাইনে দাঁড়ানো বাট্ররগোপ গ্রামের গোলাপ মিয়ার স্ত্রী সাহারা আক্তারের স্বর্ণের চেইন চুরির ঘটনা ঘটেছে। তিনি বোরকা পরে দাঁড়িয়েছিলেন। পরে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।
পুলিশ জানান, অনেক তল্লাশি করেও চেইন উদ্ধার করা যায়নি। গুণধর ইউপি চেয়ারম্যান আবু ছায়েম ভূইয়া রাসেল বলেন, সাহারা আক্তারের চেইন চুরির বিষয়টি শুনেছি। এটা সংঘবদ্ধ চোর চক্রের কাজ।