স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদ গতকাল রবিবার বেলা ২টায় কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বিজয় দিবস-২০২৪ ও সিরাতুন্নবী (সঃ) উপলক্ষে কবিতা পাঠ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
লেখক-গবেষক ও ইসলামী আলোচক মাও. ইসমাঈল মফিজীর উপস্থাপনায় কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি লেখক-গবেষক মোহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান ছিলেন কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক লেখক-গবেষক মু.আ. লতিফ ও জেলা পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি আ.ম.ম আব্দুল হক।
সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ও কলামিস্ট সাদেক আহমেদ, করিমগঞ্জ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক শাহ জাহান সাজু, লেখক গবেষক মোহাম্মদ আতিকুর রহমান আতিক প্রমুখ।
ইসলাম প্রতিষ্ঠায় কোরআন ও হাদিসের নিদের্শ’ বিষেয়ে রচনা লিখে ১ম পুরস্কার লাভ করেন মোঃ তাজুল ইসলাম, ২য় পুরস্কার লাভ করেন যৌথভাবে মোঃ নূর উদ্দীন ও সাইফুল ইসলাম, ৩য় পুরস্কার লাভ করেন মোঃ শফিকুল ইসলাম। ‘ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকের অধিকার’ বিষয়ে রচনা লিখে ১ম পুরস্কার লাভ করেন তায়্যিবা তাসনিম, ২য় পুরস্কার লাভ করেন মোঃ আহসানুল হক, ৩য় পুরস্কার লাভ করেন উম্মে হাফসা ইসলাম।
স্বরচিত কবিতায় ১ম পুরস্কার লাভ করেন এম হাবিবুর রহমান, ২য় পুরস্কার লাভ করেন ড. এস এম ফরিদ ও আব্দুল্লাহ আল মুহসিন, ৩য় পুরস্কার লাভ করেন সাইফ আব্দুল্লাহ জিয়ান। ক্যালিগ্রাফি/গ্রাফিথি অংকনে ১ম পুরস্কার লাভ করেন জুবায়ের আহমাদ শরিফ ২য় পুরস্কার লাভ করেন মাসুমা আক্তার। বিজয়ীদের পুরস্কার হিসাবে নগদ টাকা, সনদপত্র, বই ও রাসূল (সঃ) কবি বিন জুহায়ের (রাঃ) কে যে কবিতা শুনে উপহার হিসাবে নিজের গায়ের চাদর উপহার দিয়েছিলেন তার অনুসরণে কাসিদায়ের বুরদা অনুবাদসহ মুদ্রিত চাঁদর প্রদান করা হয়।