প্রতিনিধি ইটনা, মো. তাজুল ইসলাম :
আজ (সোমবার) দুপুর ২টায় ইটনা সরকারি কলেজ মাঠে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় উৎসব ও জনসভার আয়োজন করেছে স্থানীয় বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র উপদেষ্টা এ্যাডভোকেট ফজলুর রহমানসহ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও জেলা বিএনপিসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ অংশগ্রহণ করবেন।
মহান বিজয় দিবস ও বিজয় উৎসসের জনসভাকে ঘিরে ইটনা উপজেলায় এক আনন্দের বন্যা ভয়ে চলেছে। দীর্ঘদিন পর এমন সমাবেশের আয়োজন করতে পেরে উপজেলা নেতাকর্মীগণ ব্যস্ত সময় অতিক্রম করছে এবং তাদের মনে ফুরফুরে ভাব বিরাজ করছে। সমাবেশকে ঘিরে ইটনা বাজার ও আশপাশে মিছিল অব্যাহত রেখেছে ইটনা উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ। ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের নেতাকর্মীগণও জনসভায় অংশগ্রহণ করবেন। এতে করে বিজয় উৎসব এর জনসভাটি জন সমুদ্রে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে।
ইটনা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মালেক বলেন, আমরা আশা করছি জনসভায় প্রায় ৩০ হাজার মানুষের সমাগম হবে। ইটনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মুনসুরুল আলম বলেন জনসভায় আমাদের ধারণা ৫০ হাজার মানুষের সমাগম হবে।
ইটনা উপজেলা জাতীয়তাবাদী ওলামাদলের সাধারণ সম্পাদক মাওলানা ইকবাল হোসাইন ও ইটনা সদর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহাম্মদ আলী বলেন, জনসভায় ২০ হাজারের অধিক মানুষ উপস্থিত থাকবেন আমাদের প্রিয় নেতা এ্যাডভোকেট ফজলুর রহমান এর কথা শুনার জন্য।
অপরদিকে স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মুনসুরুল আলম আরও বলেন, সমাবেশ শেষে রাতে মহান বিজয় দিবস ও বিজয় উৎসব উপলক্ষে মানুষকে আনন্দ দেওয়ার জন্য শিল্পী সালমা, আশিক ও শাহানাজ বাবু গান পরিবেশন করবেন।