হোসেনপুর প্রতিনিধি, জাকির হোসেন :
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে ব্র্যাকের আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন (ইউপিজি) কর্মসূচি গোবিন্দপুর শাখার সহযোগীতায় ও দক্ষিণ গোবিন্দপুর গ্রামে সামাজিক শক্তি কমিটি’র আয়োজনে ৩০ জন অতি দরিদ্র সদস্যের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ব্র্যাকের দক্ষিণ গোবিন্দপুর গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি খায়রুল ইসলাম ফকির, ব্র্যাকের কর্মসূচি ব্রাঞ্চ ম্যানেজার মিসেস দিলরুবা ইয়াসমিন, পিও আলমগীর হোসেন এসময় উপস্থিত ছিলেন। ব্র্যাকের কর্মসূচির পিও ফাতেমা বেগম, সদস্য রাবেয়া খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।