প্রতিনিধি পাকুন্দিয়া, আবু হানিফ : পাকুন্দিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন।
বক্তব্য রাখেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন, একাডেমি সুপারভাইজার শারফুল ইসলাম, চরফরাদী ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান, হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম, চণ্ডিপাশা ইউপি চেয়ারম্যান মো. শামছুদ্দিন, সুখিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ টিটু প্রমুখ।
পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাল্যবিয়ে, গরু চুরি, কিশোর গ্যাং, মাদক নির্ম‚লের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন ।
সভায় উপজেলা শিক্ষা অফিসার ওমর ফারুক, সমাজসেবা অফিসার শাজহান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, আইনশৃঙ্খলা কমিটির সদস্যসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।