এই দিনের ছড়া
মব ট্রায়াল
সুবীর বসাক
জনতাই নেয় যদি
বিচারের ভার
কোর্ট-কাচারির তবে
কিবা দরকার।
প্রমাণের আগে নয়
কেউ অপরাধী
আইনের চোখে এক
আসামি ও বাদী।
মব ট্রায়ালের নামে
কত কিছু ঘটে
গণপিটুনিতে লোক
মারা যায় স্পটে।
সভ্য যে বলে মোরা
দিই পরিচয়
এ সমাজে এ ঘটনা
কাম্য তো নয়।