স্টাফ রিপোর্টার : করিমগঞ্জের আশুতিয়াপাড়া শিক্ষা নিকেতনের উদ্যোগে সাফল্যের দশ বছর পদার্পণ উপলক্ষ্যে বার্ষিক সমাবেশ, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আশুতিয়া শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক তামান্না রুবির সঞ্চালনায় সভপতির উদ্বোধনী বক্তব্য দেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক সাদেক আহমেদ স্বপন।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন করিমগঞ্জ উপজেলা পরিষদের প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হান্নান মোল্লা, উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. বজলুর রহমান, কবি ও সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, দি হাঙ্গার প্রজেক্টের প্রোগ্রাম অফিসার পলাশ কান্তি পাল, সাবেক পৌর কমিশনার বজলুর রহমান, সাবেক কাউন্সিলর জহুরা আক্তার, করিমগঞ্জ উপজেলা আমিন সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন, সমাজসেবক হাজী মো. হেলাল উদ্দিন, কণ্ঠশিল্পী মজিবুর রহমান কাসেম, নাজমুল আলম সেলিম, রাশেদ আর রসিদ ও নারীনেত্রী পপি খানম প্রমুখ।
আশুতিয়া শিক্ষা নিকেতন প্রতিবছর একই দিনের একই সময়ে গত ১০ বছর ধরে বার্ষিক সমাবেশ, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে আসছে। যা ঐতিহ্যের শামিল বলে বক্তব্যে উল্লেখ করেছেন আগত অতিথিবৃন্দ। পুরষ্কার বিতরণের পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যা নিকেতনের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।