পাকুন্দিয়া প্রতিনিধি, মুহিব্বুল্লাহ বচ্চন :
পাকুন্দিয়ায় জাঁকজমকপ‚র্ণ পরিবেশে মির্জাপুর প্রিমিয়ার ক্রিকেট লীগের ৮ম আসরের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার মির্জাপুর শহিদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলার আয়োজন করা হয়। মির্জাপুর ক্রিকেট ক্লাবের উদ্যোগে আয়োজিত খেলার উদ্বোধন ঘোষণা করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন। এতে সভাপতিত্ব করেন শহিদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন।
এমপিএল ক্রিকেট লীগের খেলাটি গত ৮ বছর যাবত এ মাঠে হয়ে আসছে। এ বছর এমপিএল আয়োজক কমিটি পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতির জন্য দারস্থ হলে তিনি নিজে উপস্থিত থেকে খেলাটি মাঠে গড়ার ব্যাবস্থা করে দেন।
মাসব্যাপী আয়োজিত টি-টেন টুর্নামেন্টে এ বছর ৫টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো- হাজী রয়েলস, ডালি সিক্সারস, রাইয়ান সুপার স্টার, মুক্তিযোদ্ধা ফাইটার্স এবং বিজয় বাংলা ফাইটার্স। প্রথম দিন লটারির মাধ্যমে ২টি খেলায় ৪টি দল অংশগ্রহণ করে। প্রতিটি খেলা ১০ ওভার করে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে মির্জাপুর শহিদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠকে সাজানো হয় বর্নিল সাজে। সকাল থেকে খেলা দেখতে আসা জনসাধারনের ভিড় দেখা যায়। এখানের মানুষ ক্রিকেটপ্রেমী তাই খেলা উপভোগ করতে আগ থেকেই মাঠে আসতে শুরু করেন।
সকাল ১১টার দিকে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্যান্য অতিথিদের নিয়ে ফিতা কেটে, পায়রা উড়িয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এসময় অংশগ্রহণকারী দলের শতাধিক খেলোয়াররা তাজা ফুল ছিটিয়ে অতিথিদেরকে অভ্যর্থনা জানায়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকাল যুব সমাজ, ছাত্র-ছাত্রীরা প্রতিনিয়ত মোবাইল ফোনে আসক্ত হয়ে তদের উজ্জল ভবিষ্যত নষ্ট করছে। পড়াশুনার পাশাপাশি, খেলাধুলায় মনযোগ দিলে মোবাইলে আসক্ত হওয়া থেকে বেঁচে যাবে। তাছাড়া খেলাধুলায় শরীর ও মন দুটোই ভালো থাকে।
এমপিএল পরিচালনা কমিটির ক.ম. জোনায়েদ আহম্মেদের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. মামুন সরকার, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মো. সাখাওয়াৎ হোসেন, ক‚র্শা আঃ হেকিম সঃ প্রাঃ বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন (গোলাপ), ঢাকা এটুজেড ফ্যাশনের এমডি মো. রফিকুল ইসলাম টিপু, নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক ক.ম. মুহিব্বুল্লাহ বচ্চন প্রমুখ।