স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক জওহর লাল গাঙ্গুলী (গাঙ্গুলী স্যার) আর নেই। তিনি গতকাল বুধবার ভোরে জেলা শহরের বত্রিশ (নতুন পল্লী) এলাকার নিজ বাসভবনে পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০।
তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজন, ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ীরা তার বাড়িতে ভিড় করেন। দুপুরে তার মরদেহ দীর্ঘদিনের কর্মস্থল তার প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ে নেওয়া হলে সেখানে তাকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
শেষবারের মতো তাকে দেখতে তার সহকর্মী ও ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে ছুটে আসেন। এই বিদ্যালয়ের তিনি প্রায় দীর্ঘ পঁচিশ বছর ইংরেজির শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এই বিদ্যালয়ে যোগদানের আগে তিনি জনতা উচ্চ বিদ্যালয়, ইমাম হোসেন উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৮২ সালের ২৫ মার্চ তিনি আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ে ইংরেজির শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ২০০৪ সালে অবসরে যান। এরপর আরো তিন বছর তিনি খÐকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র রেখে গেছেন। পরে তার মরদেহ বত্রিশ আমলিতলা শ্মশানঘাটে দাহ করা হয়।
দৈনিক শতাব্দীর কণ্ঠের
সম্পাদকের শোক
‘দৈনিক শতাব্দীর কণ্ঠ’ পত্রিকার সম্পাদক আহমেদ উল্লাহ আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক জওহর লাল গাঙ্গুলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার আত্মার শান্তি কামনা করেন।