স্টাফ রিপোর্টার : সাহিত্য সংস্কৃতি সংগঠন জেগে ওঠো নরসুন্দার ১০৭০ তম সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে সাহিত্য সংস্কৃতি সংগঠন জেগে ওঠো নরসুন্দার উপদেষ্টা সাবেক জেলা সমবায় কর্মকর্তা কবি আবুল এহসান অপু’র সভাপতিত্বে এ সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।
আসরের শুরুতেই অখিল চন্দ্র সরকারের সঞ্চালনায় স্বরচিত কবিতা ও ছড়া পাঠ করেন ছড়াকার শাহজাহান কবীর, মো. হামিদুর রহমান হামিদ, মর্তুজা জামাল, রাশেদ মনির, শেখ সাদী আহম্মদ, বিমল চন্দ্র ভৌমিক, আবুল কালাম, মীর জাহান ভূইয়া, মো. ইব্রাহিম মোবারক, মলং আলীমুর রাজী (রাজীব) হিরন আকন্দ, আনোয়ারা বেগম, আলমগীর অলিক, মো. মাজহারুল ইসলাম রুনু, মো. আঃ রহমান রফিক ও মোছাঃ বিলকিছ আক্তার আখি প্রমুখ ।
আলোচনা ও আসর শেষে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার সম্পাদক আহমেদ উল্লাহ, ইঞ্জিনিয়ার মো. শাহজাহান, করিমগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান কবি ও সমালোচক মো. শাজজাহান শাজু, কায়সার আহমেদ লিংকন, মো. বোরহান উদ্দিন, নাট্যকার আব্দুল ওয়াহাব, অ্যাড. সমর কান্তি সরকার, মো. ইসলাম উদ্দিন সরকার প্রমুখ। আসর শেষে গান পরিবেশন করেন হামিদুর রহমান হামিদ। এ সময় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।