স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় তামান্না আক্তার (২০) নামে এক গৃহবধুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ২৯ এপ্রিল দিবাগত-রাতে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ পুমদী গ্রামের উজ্জ্বল মিয়ার স্ত্রী তামান্না আক্তার তীব্র গরমে ঘরের দরজা খুলে ঘরে অবস্থান করছিলেন। এ সময় তার স্বামী বাড়িতে না থাকায় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে গৃহবধূ তামান্না আক্তারকে হাত-পা বেঁধে নির্যাতন করে পালিয়ে যায়। গৃহবধূর ডাক চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
গৃহবধূর শ্বাশুড়ি রোকেয়া আক্তার জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন ঘটনাটি ঘটেছে বলে তার ধারনা। এ ঘটনায় প্রতিকার চেয়ে গত (২ মে) একই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের পুত্র নয়ন মিয়া (২৯) এবং মৃত সালাম মিয়ার পুত্র হেলাল মিয়া (২২) সহ ৪ জনকে বিবাদী করে হোসেনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন স্বামী উজ্জ্বল মিয়া। পরে ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগীর পরিবার। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত আমার কাছে অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।