স্টাফ রিপোর্টার : অষ্টগ্রামের কবিরখান্দা এলাকার বড় হাওরে আদালতের রায়কে অমান্য করে ৪৪ একরের অধিক সম্পত্তি অবৈধভাবে দখল করে নিয়েছে ভ‚মিদস্যু ফজু মেম্বার। ফজু মেম্বারের মামলা-হামলা ও কু-কীর্তির কবলে পড়ে নি:স্ব হয়ে বিচার প্রার্থনা করে যাচ্ছেন মরহুম হাজী আ. নুরের ওয়ারিশানরা।
মো. ফজুু মিয়া ওরফে ফজু মেম্বারের নিমর্ম অত্যাচারের ও নির্যাতনের শিকার হয়ে প্রাণের ভয়ে বাড়ি ছেড়ে ঢাকায় অবস্থান করছেন হাজী আ. নুরের ওয়ারিশানরা। মামলা ও এলাকা সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কবিরখান্দা মসজিদ হাটি গ্রামের মরহুম হাজী আ. নুর বড় হাওর মৌজার সাবেক খতিয়ান নং ৭৮৯ এবং সাবেক দাগ ২১৬১, ৫২, ৪৪ নামা-কান্দা মিলিয়ে প্রায় ৭৪ একর সম্পত্তির সি.এস, আরওআর ও আর এস মূলে মালিক হিসেবে চাষাবাদ করেছেন। পরবর্তীতে পৈত্রিক ওয়ারিশ সূত্রে সৈয়দ ওয়াহেদ তালুকদার জমি-জমা চাষাবাদ করেছেন। সৈয়দ ওয়াহেদ তালুকদারের মৃত্যু হলে তার ওয়ারিশান সৈয়দ মফিজুল ইসলাম গংদের দখলে আসে এবং তারা উক্ত জমি ভোগ দখল করতে থাকেন। এমতাবস্থায় ১৯৯৯ সালে আদালতে একটি বাটোয়ারা মামলা করলে মামলার রায়ের প্রেক্ষিতে আদালত কর্তৃক আইন অনুযায়ী মরহুম সৈয়দ ওয়াহেদ তালুকদারের ওয়ারিশান সৈয়দ মফিজুল ইসলাম গংদের দখল বুঝিয়ে দেন।
পরে মরহুম হাজী আ. নুর ও সৈয়দ ওয়াহেদ তালুকদারের ওয়ারিশান সৈয়দ মফিজুল ইসলাম তালুকদার গংরা বোরো মৌসুমের ফসল চাষাবাদ করার লক্ষ্যে জমিতে হাল চাষ করতে গেলে ভ‚মিদস্যু ফজু মেম্বার, জুয়েল ও রুবেল মিয়া বাধা প্রদান করেন। বাধা প্রদানের কারণে মফিজুল ইসলাম গংদের পক্ষে সৈয়দা আমেনা তালুকদার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন।
কেন মামলা দায়ের করে বিচার চাওয়া হলো এজন্য গত ২৩/১২/২০২৪ তারিখ ফজু মেম্বারের লোকজন তার নির্দেশ ও নেতৃত্বে দা, লাঠি, রড, ফল, বল্লম নিয়ে জমিতে এসে মফিজুল ইসলাম তালুকদারদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
এসময় ফজু মেম্বার গংদের উপর্যুপরি আঘাতে ঘটনাস্থলে ঠান্ডু মিয়া তালুকদার, সৈয়দ জামানুল ইসলাম তালুকদার, সৈয়দ আমেনা তালুকদার, সাজ্জাদ হোসাইন শাহীন হাড়কাটা রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ।
ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন গুরুতর আহতদের প্রথমে অষ্টগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে জখমী ঠান্ডু মিয়া তালুকদারের অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঠান্ডু মিয়াকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়।
এ ব্যাপারে একটি মামলা হয়েছে। আসামি এখনো গ্রেফতার হয়নি। মামলার বাদী ফজু মেম্বার গংদের দ্রæত বিচার দাবি করেছেন। এদিকে এ প্রতিনিধি ভ‚মিদস্যু ফজু মেম্বারকে জিজ্ঞাস করলে, তিনি জানান, উক্ত সম্পত্তিতে তাদের কোন অংশিদারিত্ব নেই, তিনি লিজকারিদের কাজ থেকে সম্পত্তি ক্রয় করে মালিক হয়েছেন বলে জানান।
তিনি সুদের কারবারের সাথে জড়িত আছে কি না জানতে চাইলে তিনি প্রথমে অস্বীকার করেন। পরে বলেন, আগে করতেন, এখন তিনি সুদের ব্যবসা করেন না বলে জানান। তবে তিনি সুদী কারবারি বলে এলাকায় খোঁজ নিয়ে জানা যায়। মফিজুল ইসলাম গংরা ভ‚মিদস্যু সন্ত্রাসী ফজু মেম্বার গংদের কঠোর বিচার দাবি করে সম্পত্তি ফেরত পেতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।