প্রতিনিধি কটিয়াদী : কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে মুমুরদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ঈদগাহ মাঠে এলাকার সর্বসাধারণের জন্য কবরস্থান প্রতিষ্ঠার লক্ষে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রইস মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাহমুদুল ইসলাম। সভায় স্থানীয় প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে অনেকেই সার্বজনীন কবরস্থান প্রতিষ্ঠার জন্য ভূমি/জমি দান সহ টাকা পয়সা প্রদানের জন্য ও অভিমত ব্যক্ত করেন। উপস্থিত সবাই অচিরেই কবরস্থান প্রতিষ্ঠায় কার্যকরী কমিটি গঠনের মাধ্যমে ফান্ড সংগ্রহের কাজ শুরু করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।