স্টাফ রিপোর্টার : ভৈরবে আবারো দুই ছিনতাইকারীকে পাকড়াও করা হয়েছে। র্যাব ভৈরব ক্যাম্প তাদেরকে পাকড়াও করে। র্যাবসূত্র জানায়, গত সোমবার (১৩ জানুয়ারি) রাত ১১টার দিকে ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া এলকায় ছিনতাই করাকালীন সময়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলো: ভৈরবপুর উত্তরপাড়া গ্রামের মো. মানিক রতন (২২) এবং কমলপুর গ্রামের মো. রাজিব মিয়া (৩৯)। তারা এলাকায় ছিনতাইকারী হিসেবে চিহ্নিত।
র্যাব ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা পিপিএম-সেবা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদ্বয়কে পুলিশে সোপর্দ করে এ ব্যাপারে ভৈরব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ জানুয়া ভৈরব র্যাব একই এলাকা থেকে জুম্মান মিয়া ও রবিন মিয়াকে ছিনতাই করাকালীন সময়ে হাতেনাতে আটক করে।