নিকলী প্রতিনিধি, আব্দুর রহমান রিপন :
নিকলীতে উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ আনন্দপ‚র্ণ ও স্বতঃস্ফ‚র্ত ভোটের মাধ্যমে সভাপতি এডভোকেট বদরুল মোমেন মিঠু ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম হেলিম (তালুকদার) নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নিকলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণে উপজেলা বিএনপির আয়োজনে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও নিকলী উপজেলা বিএনপি’র আহ্বায়ক এডভোকেট বদরুল মোমেন মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপি ১নং যুগ্ম-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. মানিক মিয়া। সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির বিএনপির সদস্য লায়লা বেগম, জাতীয় নির্বাহী কমিটির বিএনপির সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এবং বাজিতপুর উপজেলা বিএনপির আহবায়ক শেখ মুজিবুর রহমান ইকবাল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক হাজী মাসুদ মিয়া, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুøাহ সোহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসমাঈল মিয়া, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান শামীম, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক তাপস সাহা অপু, উপজেলা যুবদলের আহŸায়ক আব্দুল মান্নান, ছাত্রদলের আহŸায়ক হৃদয় হাসান সহ উপজেলা বিএনপির কর্মী ও নেতৃবৃন্দ।