স্টাফ রিপোর্টার, ফজলুল হক জোয়ারদার আলমগীর :
কটিয়াদী ইসলামী ব্যাংক থেকে লতিফা আক্তার নামে একজন গ্রাহকের টাকা চুরি করে পালানোর সময় ধরা পড়েন লাকী আক্তার নামে এক নারী চোর। তাকে কটিয়াদী থানা পুলিশের নিকট সোপার্দ করা হয়েছে। লাকী আক্তার পৌর এলাকার বাগরাইট মহল্লার আনোয়ার হোসেনের স্ত্রী। তিনি ইতিপ‚র্বে ও ব্যাংক ও হাসপাতাল থেকে টাকা এবং স্বর্ণের চেইন চুরির ঘটনায় বেশ কয়েকবার আটক হয়েছিলেন।
জানা যায়, লতিফা আক্তার গতকাল মঙ্গলবার বিকেলে ইসলামী ব্যাংক কটিয়াদী শাখায় তার হিসাব থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা উত্তোলন করে ভ্যানেটি ব্যাগে নিয়ে ব্যাংক থেকে বাহির হন। এ সময় তার ছেলেও পাশে ছিল। চোর লাকী আক্তার টাকা উত্তোলনের পর থেকেই তাকে টার্গেট করে কাছে ঘেষতে থাকে। সিড়ি দিয়ে নিচে নামার সময় কৌশলে লতিফার ভ্যানিটি ব্যাগের চেইন খোলে পাঁচশত টাকা নোটের তিনটি বান্ডিল বের করে ফেলে।
এ সময় একটি বান্ডিল নিচে পড়ে গেলে চোর লাকী দ্রæতগতিতে টাকা তুলে বোরকার নিচে লুকিয়ে ফেলে। বিষয়টি লতিফা বুঝতে পারেন। লাকী আক্তার তড়িঘরি করে একই ভবনে পাশের সোনালী ব্যাংকে ঢুকে পড়েন। লতিফা ও তার ছেলে বেগে হাত দিয়ে দেখেন পঞ্চাশ হাজার টাকার তিনটি বান্ডেল নেই। তারা সোনালী ব্যাংকে ঢুকে সেই নারীকে খোজতে থাকেন।
তখন এক নারীকে টয়লেট থেকে বের হতে দেখেন কিন্তু তার ওড়না অন্য রকম। ছেলের সন্দেহ হলে তাকে আবার ইসলামী ব্যাংকে নিয়ে যান। বিষয়টি ব্যাংক ম্যানেজারকে অবহিত করেন। সিসি ক্যামেরা ফুটেজ দেখে ও জিজ্ঞাসাবাদে সে চুরির ঘটনা স্বীকার করে। তাকে কটিয়াদী থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তারিকুল ইসলাম বলেন, ব্যাংক থেকে একজন নারীকে আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাকী আক্তার ইতিপ‚র্বেও গ্রাহকের টাকা চুরি করতে গিয়ে ধরা পড়েছেন জানালে তিনি বলেন, কেউ অভিযোগ না করায় তার নামে কোন রেকর্ড হয় নাই। তবে বাদীর লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।