তাড়াইল প্রতিনিধি, রুহুল আমিন : তাড়াইল উপজেলা পরিষদের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে জেলা প্রশাসক ফৌজিয়া খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকীর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি কর্মকর্তা জাহিদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়, তাড়াইল থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সাব্বির রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা শামসুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমির হাবিবুর রহমান,
ইসলামি আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা এনামুল হক, সেক্রেটারি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, জাতীয় উলামা মশায়েখ আইম্মা পরিষদের তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুর রউফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। মতবিনিময় সভা শেষে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন এবং নতুন উপজেলা প্রশাসনিক ভবন পরিদর্শন করেন।