এই দিনের ছড়া
সংকটে পুলিশ
সুবীর বসাক
পুলিশ যে আছে আজ
মহা সংকটে
কাজে নেই উৎসাহ
যায় না তো স্পটে।
দায়িত্ব পালনটা
করে যেনতেন
করে না তো কোনো কাজ
শেষ মুধুরেণ।
পুলিশ তো হারিয়েছে
নৈতিক বল
করতো সে বলতো যা
সরকারি দল।
আস্থাটা নেই আর
পুলিশের প্রতি
তাহাদের কাজে তাই
মন্থর গতি।