স্টাফ রিপোর্টার : সারাদেশের মতো কিশোরগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। গতকাল সকালে কর্মবিরতি’র অংশ হিসেবে বিদ্যুৎ অফিসের ভেতরে মানববন্ধন করেন তারা। এসময় সেবা নিতে আসা গ্রাহকরা ভোগান্তির শিকার হন। ব্যানার আর ফেস্টুনে লেখনির মাধ্যমে বিভিন্ন দাবী তুলে ধরেন কর্মকর্তা ও কর্মচারীরা।
বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের পদমর্যাদা সরকার ঘোষিত গ্রেড অনুযায়ী ৬ মাস পিছিয়ে পে-স্কেল ও ৫% বিশেষ প্রণোদনা প্রদান, এপিএ বোনাস সমহারে না দেওয়া, লাইনম্যানদের নির্দিষ্ট কর্মঘণ্টা ও কাজের জন্য প্রয়োজনীয় লাইনম্যান ও বিলিং সহকারী পদায়ন না করা, যথাসময়ে পদন্নোতি না করা, লাইনক্রু লেভেল-১ ও মিটার রিডার কাম মেসেঞ্জার (চুক্তিভিত্তিক), বিলিং সহকারী (কানামুনা) চাকুরী নিয়মিত না করা, স্মারকলিপিতে অংশগ্রহণ করায় ভোলা’র এজিএম আইট ও এজিএম অর্থকে সাময়িক বরখাস্ত, সিরাজগঞ্জ-২ এর ডিজিএম (কারিগরি) এজিএম আইটি কে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে সংযুক্ত করায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শোষন, নির্যাতন, নিপীড়ন বন্ধ ও ভবিষ্যতে আধুনিক ব্যবস্থা গড়ার লক্ষ্যে কর্মবিরতি পালন করছেন।
তবে কর্মবিরতি পালনের সময় বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখা হয়েছে। সেবা নিতে আসা গ্রাহক আলা উদ্দিন বলেন, সকাল ১০টার সময় আমি একটি অভিযোগ নিয়ে বিদ্যুৎ অফিসে আসি। এসময় কর্মকর্তারা মানববন্ধন নিয়ে ব্যস্ত থাকায় আমার অভিযোগ দাখিল করতে পারিনি। তাই চলে যাচ্ছি। তাদের নাকি কর্মবিরতি চলছে। অনেকই এভাবে ফিরে গেছেন।