স্টাফ রিপোর্টার : আজ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কিশোরগঞ্জের ৩ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। উপজেলা ৩টি হচ্ছে- কিশোরগঞ্জ সদর, হোসেনপুর ও পাকুন্দিয়া।
কিশোরগঞ্জ সদরের চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বীতা করছেন- মামুন আল মাসুদ খান, মো. আওলাদ হোসেন ও মো. নাজমুল আলম এবং ভাইস চেয়ারম্যান পদে আব্দুল জলিল, খালেদ সাইফুল্লাহ সাফাত, মো. আশরাফুল আরিফ, মো. জোবায়ের আলম রাজিব, মোখলেছুর রহমান মিতুল, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ হাফিজ উদ্দিন, রিফাত উদ্দিন আহমেদ বচন ও শাহজাহান কবীর।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন তাছলিমা সুইটি, তাহমিনা আক্তার নাজমা ও মোছা. মাছুমা আক্তার। সদরের ভোটার সংখ্যা ৩ লাখ ৫৫ হাজার ৮ শত ১৮ জন। পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬ শত ৩২ ও মহিলা ভোটার ১ লাখ ৭৬ হাজার ১ শত ৮৩ এবং হিজড়া ভোটার ৩ জন।
অপরদিকে হোসেনপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়ছেন বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, মো. নাজমুল আলম, মো. আশরাফ হোসেন, মোস্তাফিজুর রহমান মোবারিছ ও রৌশনারা রুনু।
ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন নাঈম সুজন, আল-আমিন অপু, শফিউদ্দিন সরকার বাচ্চু। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ও ছাবিয়া পারভিন জেনি। হোসেনপুর উপজেলায় ভোট সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ১৬৭। পূরুষ ভোটার ৮৫,৫৫৬, এবং মহিলা ভোটার ৮০,৬১১ জন।
অন্যদিকে পাকুন্দিয়া উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন- বর্তমান চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, এ কে এম দিদার, আতাউর রহমান, এমদাদুল হক জুটন, কামাল হোসেন ও হাজী মকবুল হোসেন।
ভাইস চেয়ারম্যান পদে আতাউর রহমান, একেএম ফজলুল হক, আবুল কাশেম, মোহাম্মদ জুয়েল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাঠে রয়েছেন মোছা. ললিতা বেগম ও শামসুন্নাহার আপেল। পাকুন্দিয়া উপজেলার ভোটার সংখ্যা ২,২৪,৬৬৯্ পুরুষ ভোটার ১,১২৬৬৬৫, মহিলা ভোটার ১,১২,০০৪ জন। তিন উপজেলায় মোট ভোটার ৭ লক্ষ ৪৬ হাজার ৬৫৪ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোরশেদ আলম জানান, উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নির্বাচনকে স্বচ্ছ ও সুষ্ঠু করতে জোরদার করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি কেন্দ্রেই পুলিশ ও আনসার সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবে। এছাড়াও র্যাব, পুলিশ, বিজিবি, আনসার বাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে। এছাড়াও জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। উল্লেখ্য আজ সারা দেশে ১৪১টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।