কিশোরগঞ্জ প্রতিনিধি : শুরু হয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এরই মধ্যে উপজেলার চকদিগা ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে প্রকাশ্যে ভোট দিতে দেখা গেছে ভোটারদের।
সকাল ৯টায় চকদিগা ইসলামিয়া দাখিল মাদ্রাসার দ্বিতীয় তলায় চার নাম্বার কক্ষে প্রকাশ্যে ভোট দিতে দেখা যায়। একই চিত্র দেখা যায় পাটুয়াভাঙ্গা উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও। সকাল সাড়ে নয়টায় কেন্দ্রের নীচতলায় প্রকাশ্যে ভোট দিচ্ছেন ভোটাররা।
কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার আবুল মনসুর আহাম্মেদ ও আতিকুর রহমান বলেন- দায়িত্বরত সকল ভোট গ্রহণ কর্মকর্তাদের আগেই বলে দেওয়া হয়েছে যেন প্রকাশ্যে কেউ ভোট দিতে না পারে। আমরা বিষয়টা দেখছি।
বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায় সকাল থেকে ভোটার উপস্থিতি তুলনামূলক কম। তবে প্রার্থীরা বলছেন বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে।
পাকুন্দিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্ব›দ্বীতা করছেন। তারা হলেন- এমদাদুল হক জুটন (আনারস), উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মকবুল হোসেন (কই মাছ), বর্তমান উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু (মোটরসাইকেল), একেএম দিদারুল হক (দোয়াত কলম)। পাকুন্দিয়ায় পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২ জন। মোট ভোটার ২ লাখ ২৪ হাজার ৬৬৯ জন। কেন্দ্র সংখ্যা ৮৫টি।