সোমবার, ২০ মে ২০২৪, ০৮:২০ অপরাহ্ন

কিশোরগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে ৭ প্লাটুন বিজিবি’র নির্বাচনী দায়িত্ব পালন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১০ Time View

উজ্জ্বল কুমার সরকার : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিশোরগঞ্জের ৩টি উপজেলায় নেমেছে ৭ প্লাটুন বিজিবি।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, গত (৬ মে) থেকে বিজিবি সদস্যরা মাঠে কাজ শুরু করেছেন। বিজিবি মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন। ৭ প্লাটুনের মধ্যে ৩ প্লাটুন কিশোরগঞ্জ সদরে, ২ প্লাটুন হোসেনপুর ও ২ প্লাটুন পাকুন্দিয়া দায়িত্ব পালন করছে । তারা ১০ মে পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

গত ৮ মে বুধবার তিনটি উপজেলায় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪ টা পর্যন্ত।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম জানান, নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে র‌্যাব, পুলিশের পাশাপাশি ৭ প্লাটুন বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন ছিল। এছাড়াও প্রতিটি কেন্দ্রেই পুলিশ ও আনসার সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন ছিল।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty