সোমবার, ২০ মে ২০২৪, ০৭:৩৩ অপরাহ্ন

আন্তর্জাতিক অঙ্গণে প্রথম ওয়ানডে ম্যাচ

মোহাম্মদ হাবিব উল্লাহ
  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৬১ Time View

১৯৯৭ সালে ইংল্যান্ডে আয়োজিত ‘আইসিসি টুর্নামেন্ট’-এর ফাইনলে কেনিয়াকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হবার পর বাংলাদেশ ক্রিকেট দলের মুকুটে একের পর এক পালক যুক্ত হয়েছে। কেমন ছিল বাংলাদেশ ক্রিকেটে ‘প্রথম’-এর অভিজ্ঞতা। ধারাবাহিক এই আয়োজনের আজ থাকছে ‘২য় পর্ব’…

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ সর্বপ্রথম আত্মপ্রকাশ করে ১৯৭৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করার মাধ্যমে। ‘প্রথম আইসিসি ট্রফি’ হিসেবে স্বীকৃত এই টুর্নামেন্ট ১৯৭৯ সালের ২২ মে শুরু হয়ে চলে ২১ জুন পর্যন্ত। ৬০ ওভারের সীমিত এই আসরে ১৫টি দল অংশ নেয়। সাদা পোশাক ও লাল বল ব্যবহৃত হয় টুর্নামেন্টে। বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ছিল আফ্রিকার দেশ ফিজি।

প্রথম ম্যাচ : ২৪ মে, ১৯৭৯ বাংলাদেশ ব. ফিজি; ওয়াটার অরটন ক্রিকেট ক্লাব মাঠ, ওয়াটার অরটন। সংক্ষিপ্ত স্কোরকার্ড : বাংলাদেশ ১০৩ (৪৩ ওভার) ওমর ফারুক ২৮, মেটুসেলা ইসিমেলি ৩/১৪; ফিজি ৮১ (৩৫.২ ওভার) যশবন্ত সিং ১২, আশরাফুল হক ৭/২৩। বাংলাদেশ ২২ রানে জয়ী।

দ্বিতীয় ম্যাচ : ২৯ মে, ১৯৭৯ বাংলাদেশ ব. কানাডা; লিচফিল্ড ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, লিচফিল্ড। সংক্ষিপ্ত স্কোরকার্ড : কানাডা ১৯০/৯ (৬০ ওভার) ফ্রাঙ্কলিন ডেনিস ৬১, জাহাঙ্গীর শাহ ৪/১৭; বাংলাদেশ ১৪১ (৫০.৩ ওভার) রকিবুল হাসান ৩৪, জন ভন ৩/২৮। কানাডা ৪৯ রানে জয়ী।

তৃতীয় ম্যাচ : ৩১ মে-১ জুন, ১৯৭৯ বাংলাদেশ ব. মালয়েশিয়া; গরওয়া গ্রাউন্ড, ওয়ালসল। সংক্ষিপ্ত স্কোরকার্ড : মালয়েশিয়া ১১৪ (৪৫.৫ ওভার) পি ব্যানার্জী নায়ার ৩৪, দৌলত জামান ৪/২৩; বাংলাদেশ ১১৫/৩ (৪১.২ ওভার) জাহাঙ্গীর শাহ ৩৯*, এস মারিমুথু ১/১৫। বাংলাদেশ ৭ উইকেটে জয়ী। বৃষ্টিতে খেলা রিজার্ভ ডে’তে গড়ায়।

চতুর্থ ম্যাচ : ৪ জুন, ১৯৭৯ বাংলাদেশ ব. ডেনমার্ক; কিংস হিথ ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, কিংস হিথ। সংক্ষিপ্ত স্কোরকার্ড : ডেনমার্ক ১৬৫/৮ (৬০ ওভার) কেল্ড ক্রিস্টেনসেন ৭৪, দৌলত জামান ২/৪২; বাংলাদেশ ১৫৫ (৫৮.৫ ওভার) আশরাফুল হক ৩১, টরবেন নিয়েলসেন ৩/১৬। ডেনমার্ক ১০ রানে জয়ী।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty